প্রকাশিত: Thu, Feb 2, 2023 3:44 PM
আপডেট: Tue, Apr 29, 2025 8:29 PM

শুধু জাপান নয়, অনেক দেশকেই চিঠি দিয়েছি: মির্জা ফখরুল

সালেহ্ বিপ্লব: বিএনপির নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বুধবার অনুষ্ঠিত পাঁচ উপনির্বাচনের চিত্র তুলে ধরে বলেন, ইসির হিসেবে উপনির্বাচনগুলোতে ভোটারের সংখ্যা কোথাও ১৫ থেকে ২৫ শতাংশের বেশি হয়নি। আর আমাদের হিসেবে এটা ৫ শতাংশের বেশি হয়নি। ২০১৪ সালের মতো নির্বাচন, মরহুম শফিউল আলম প্রধানের ভাষায় কুত্তা মার্কা নির্বাচনের মতোই। 

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপি মহাসচিব ২০২০ সালের ২৭ জানুয়ারি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো আবেকে চিঠি দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু জাপানকে  কেনো আমরা তো চিঠি দিয়েছি বহু দেশকে। এটা সত্য। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধবংস করে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে, দুর্নীতি-লুটপাটের মধ্য দিয়ে মানুষের পকেট কেটে নিয়ে তারা দেশকে ধবংস করছে। তারা যে সম্পূর্ণ এনফোর্স ডিজএ্যাপিয়ারেন্স করে রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করছে, গুম করছে, মানবাধিকার লঙ্ঘন করছে প্রতিমুহুর্তে প্রতিনিয়ত- এই বিষয়গুলো তো অবশ্যই আমরা সারা পৃথিবীকে জানিয়েছি।

মির্জা ফখরুল সরকারের উদ্দেশ্যে বলেন, যেখানে দুর্নীতি লাগামহীন, যেখানে চুরি হচ্ছে প্রধান লক্ষ্য- সেইখানে আপনার বিশ্ব মন্দার কথা বলে কোনো লাভ নেই। বিশ্ব মন্দার পরে আপনারা মানুষের জীবনকে দুঃসহ করে তুলছেন। দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। চালের দাম আপনারাক্ষমতাসীনরা বাড়াচ্ছেন; লবনের দাম, তেলের দাম আপনারাই নিয়ন্ত্রণ করছেন। বিদ্যুতের দাম ১৫ বার বাড়িয়েছেন। কিন্তু বিদ্যুত আর গ্যাসে যে চুরি আপনারা করছেন সেই চুরি বন্ধ করলে তো দাম বাড়াতে হয় না। 

মির্জা ফখরুল বলেন, এখন নতুন করে রাস্তা খোঁড়া শুরু হয়েছে। এই যে চলমান প্রক্রিয়া লুটের এই তো চলছে। এভাবে লুট করে তারা বিদেশে পাচার করছে এবং দেশের প্রতি জনগনের প্রতি যেহেতু কোনো দায়বদ্ধতা নাই সেজন্য তারা আজকে লাগামহীনভাবে দুর্নীতি করে চলেছে।

সংবাদ সম্মেলনের আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের দমনপীড়ন, বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সদরে সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সম্পাদনা: খালিদ আহমেদ